মন খারাপ!

যখনি শুনি তোমার মন খারাপ
কেমন জানি,
একটা ভয় কাজ করে হৃদয় আঙ্গিনায়,
মনে হয়,
এই বুঝি এলো কাল বৈশাখী ঝড়
সব বুঝি করে দিবে উল্টা পাল্টা,
হারাতে হবে বুঝি আমাকে সব?

আর তখনি তোমার সাথে সাথে
আমারো মনটা অনেক অনেক খারাপ হয়।

মাঝে মাঝে থমকে দাড়াতে হয়
হারাতে হয় ভাবনা নামক মেঘের আড়ালে
খুজে বের করতে ইচ্ছে হয়
তোমার মন খারাপ হবার কারন।

তবে আমি যে এক নারাধম,
আমার মাঝে নেই সেই জ্ঞান,
তবে মাঝে মাঝে চেষ্টা করি,
জানিনা পারি কি না।

আমি কি তোমার মনটা খারাপ করে দিয়েছি?
আমিই কি তোমার মন খারাপ করে দেবার কারণ?
যদি আমি তোমার মন খারাপ করে
দেবার কারন হয়।

তবে বলি…
মন খারাপ করে থেকো না,
বন্ধুর সাথে বন্ধুর মন খারাপ করে
থাকতে নেই।
আর যদি মন খারাপ করেই থাকো
তবে বন্ধুত্বের সার্থকতা রইল কই_?

ডোমেইন নেইম অবশেষে ইংরেজীর কবল থেকে মুক্ত

ডোমেইন নেইম কি জিনিস এটা সহজ কথায় বোঝানো একটু মুশকিল । তত্ত্বে না গিয়ে উদাহরন দিয়ে বোঝানো একটু সহজ । সবথেকে কাছের উদাহরন হলো আপনি এই পাতাটা যেই ব্রাউজারের খুলেছেন সেইটা ব্রাউজারের এ্যাড্রেসবারে দেখবেন sachalayatan.com লেখা আছে । এটা হলো সচলের ডোমেইন নেইম । আবার ধরুন কারো ইমেইল এ্যাড্রেস omuktomuk@gmail.com – এ @ চিহ্নটির পরের অংশটি অর্থাৎ gmail.com হলো ডোমেইন নেইম ।

ইন্টারনেট আমেরিকায় আবিস্কার হয়েছে বা অন্য যেকোন কারনেই হোক এই ডোমেইন নেইম ইংরেজীতেই হতে হয় । এতে এমনকি ইংরেজীর ভাইবোন অন্য ল্যাটিন ভিত্তিক অক্ষরগুলোরও দাম নেই । ইংরেজীতে লেখার এই নিয়ম বা ইন্টারনেটের অন্যান্য নামধামজাতীয় নিয়ম কানুন (বা স্ট্যান্ডার্ড) ঠিক করে আইকান (ICANN – International Corporation for Assigned Names and Numbers) নামের একটি প্রতিষ্ঠান । এই আইকান গতকাল (৩০শে অক্টোবর, ২০০৯) ঘোষণা দিয়েছে এই ডোমেইন নেইম খুব তাড়াতাড়িই অ-ল্যাটিনিয় অক্ষরে লিখতে পারার ব্যবস্থা চালু হবে । অর্থাৎ ব্রাউজারের এ্যাড্রেস বারে sachalayatan.com এর বদলে আমরা অচিরেই সচলায়তন.কম লিখে সচলায়তন ব্রাউজ করতে পারবো !

তবে এখানে একটা কিন্তু আছে । আইকান বলছে এই সুবিধার আওতায় আসতে হলে প্রতিটা দেশ বা অঞ্চলকে আইকানের কাছে আবেদন দাখিল করতে হবে । কিছু মানদন্ড যেমন সংশ্লিষ্ট দেশের সরকারি, কমিউনিটি সমর্থন ইত্যাদি পেলেই শুধুমাত্র তারা একটি নির্দিষ্ট ভাষায় ডোমেইন নেইম খোলার অনুমতি দেবে । আগামী ১৬ই নভেম্বর সেই দরখাস্ত দাখিলের পালা শুরু হবে । দরখাস্ত নেবার পালা চলবে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ।

গন্ডোগোল এই সরকারি সমর্থনের প্রশ্নেই । এই বাংলাদেশের সরকার বাহাদুরই আমাদের একসময় ফাইবার অপটিক কেবলের থেকে বিযুক্ত রেখেছিলো তথ্য পাচারের দোহাই পেড়ে । এই দেশেই একজন সিভিল এঞ্জিনিয়ার যুগ যুগ ধরে আইটি নিয়ে নীতি নির্ধারণে ভূমিকা রাখেন । এই সরকারের আমলাদের টেবিলগুলো মাউন্ট এভারেস্টের সিমুলেটেড এনভায়রনমেন্ট । সেগুলো ডিঙিয়ে কোন কাজ করাতে বছর পেরোয় । এসব কারনে সচলের এই পোস্ট বা ইন্টারনেটে আইকানের ওয়েবসাইট থেকে খবর নিয়ে সরকার বাহাদুর বাংলায় ডোমেইন নেইমের জন্য দরখাস্ত লিখতে মুক্তকচ্ছ দৌড়ঝাপ শুরু করবেন এই আশা করার বুকের পাটা করতে পারছি না ।

আছেন কি কেউ এই বিষয়টা সরকার বাহাদুর কানে তোলার ব্যবস্থা করার ? সবাই মিলে চেষ্টা নিলে হয়তো কিছু একটা করা যাবে ।

আপডেট: (মেহেদি হাসান খান থেকে প্রাপ্ত)

আইকান সাইটে বাংলা ডোমেইনের জন্য আলাদা একটা পাতা খোলা হয়েছে । সেখানে বাংলা ডোমেইন পরীক্ষা করে দেখা যাবে ।